এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পাঁচ আগস্টের এই বিজয় গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য। আমরা একজন সেরা লোককে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু তিনি জাপানে বসে যে কথা বলছেন, তাতে আমাদের মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি। আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।
শনিবার (৩১ মে) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন।
এর আগে ২৯ মে জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’-এর উদ্বোধনী অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন ‘..দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে।..’
এদিকে হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, জিয়াউর রহমান প্রচার বিমুখ ছিলেন। কথায় সময় ব্যয় না করে তিনি কাজে সময় ব্যয় করতেন।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























