ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়ে যা বলছে পাকিস্তান!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

এবার নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারত সফর বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশের পর পাকিস্তানও একই অবস্থান গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তান তাদের উদ্বেগ মেটাতে সহায়তা করবে। পাকিস্তান স্পষ্ট করে বলেছে, কোনও দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয় এবং প্রতিবেশী দেশগুলোর পূর্ণ সমর্থন পাবে বাংলাদেশ। বিসিবি ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসি বি) বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দায়িত্ব নেওয়ার কথা বিবেচনা করছে পাকিস্তান।

পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যথার্থ ও গ্রহণযোগ্য এবং এসব ব্যাপারে সমাধান হওয়া উচিত। তারা ভারতকে কোনোরকম ভীতি প্রদর্শনের সুযোগ না দেয়ার পক্ষেও মত দিয়েছেন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারত সফরে যাবে না। বিসিবি এই সিদ্ধান্তে অটল থেকে শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ ম্যাচ খেলার পরিকল্পনা করছে।

পাকিস্তানও এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে বলেও খবর পাওয়া গেছে। পাকিস্তান ইতোমধ্যেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে, ক্রিকেট আয়ারল্যান্ড গ্রুপ বদলানোর প্রস্তাবে অনিচ্ছুক এবং শ্রীলঙ্কাতেই তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলার পক্ষপাতী। এখানে স্পষ্ট যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান তা সমর্থন ও সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়ে যা বলছে পাকিস্তান!

আপডেট সময় ১২:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

এবার নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারত সফর বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশের পর পাকিস্তানও একই অবস্থান গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তান তাদের উদ্বেগ মেটাতে সহায়তা করবে। পাকিস্তান স্পষ্ট করে বলেছে, কোনও দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয় এবং প্রতিবেশী দেশগুলোর পূর্ণ সমর্থন পাবে বাংলাদেশ। বিসিবি ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসি বি) বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দায়িত্ব নেওয়ার কথা বিবেচনা করছে পাকিস্তান।

পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যথার্থ ও গ্রহণযোগ্য এবং এসব ব্যাপারে সমাধান হওয়া উচিত। তারা ভারতকে কোনোরকম ভীতি প্রদর্শনের সুযোগ না দেয়ার পক্ষেও মত দিয়েছেন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারত সফরে যাবে না। বিসিবি এই সিদ্ধান্তে অটল থেকে শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ ম্যাচ খেলার পরিকল্পনা করছে।

পাকিস্তানও এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে বলেও খবর পাওয়া গেছে। পাকিস্তান ইতোমধ্যেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে, ক্রিকেট আয়ারল্যান্ড গ্রুপ বদলানোর প্রস্তাবে অনিচ্ছুক এবং শ্রীলঙ্কাতেই তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলার পক্ষপাতী। এখানে স্পষ্ট যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান তা সমর্থন ও সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে।