ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির আল্টিমেটাম প্রত্যাখ্যান , না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বিসিবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা বা আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বরং বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি ও সরকারের নীতিনির্ধারকদের দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত জানায়। বৈঠক শেষে বিসিবি ও সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ; বরং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতেই তারা অটল।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোনো বৈশ্বিক সংস্থার পক্ষে দেওয়া যুক্তিসংগত নয়। তিনি জানান, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব পুনরায় আইসিসির কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ না খেললে আইসিসি প্রায় ২০ কোটি দর্শক হারাবে, যার সরাসরি আর্থিক প্রভাব পড়বে সংস্থাটির ওপর।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তটি সরকারের নীতিগত অবস্থান। যদিও ক্রিকেটাররা খেলতে আগ্রহী, তবে নিরাপত্তার প্রশ্নে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

এর আগে আইসিসি জানিয়েছিল, নির্ধারিত সূচিতে ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে নতুন করে আলোচনার প্রস্তাব দেওয়ায় বিষয়টি এখন আইসিসি ও বাংলাদেশের মধ্যে সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিদেশি নাগরিকত্ব ও সম্পদ গোপন করে নির্বাচনে অংশ নিচ্ছেন ৬ প্রার্থী

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির আল্টিমেটাম প্রত্যাখ্যান , না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বিসিবি

আপডেট সময় ০৮:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা বা আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বরং বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি ও সরকারের নীতিনির্ধারকদের দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত জানায়। বৈঠক শেষে বিসিবি ও সরকার স্পষ্ট করে জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ; বরং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতেই তারা অটল।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটাম কোনো বৈশ্বিক সংস্থার পক্ষে দেওয়া যুক্তিসংগত নয়। তিনি জানান, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব পুনরায় আইসিসির কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ না খেললে আইসিসি প্রায় ২০ কোটি দর্শক হারাবে, যার সরাসরি আর্থিক প্রভাব পড়বে সংস্থাটির ওপর।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তটি সরকারের নীতিগত অবস্থান। যদিও ক্রিকেটাররা খেলতে আগ্রহী, তবে নিরাপত্তার প্রশ্নে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

এর আগে আইসিসি জানিয়েছিল, নির্ধারিত সূচিতে ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে নতুন করে আলোচনার প্রস্তাব দেওয়ায় বিষয়টি এখন আইসিসি ও বাংলাদেশের মধ্যে সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে।