ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

আসন্ন জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদির জি–৭ সম্মেলনে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এদিকে কানাডা সরকারের আয়োজনে আগামী ১৫–১৭ জুন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে এ বছরের জি–৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জি–৭ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, সম্ভবত ভারত–কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনো আমন্ত্রণ পাননি।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্ত্রী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের সরকারি গোয়েন্দারা জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন। এরপর কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন। ভারতও পাল্টা পদক্ষেপ নেয় এবং কানাডার কূটনীতিককে বহিষ্কার করে। এসব পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, যা এখনো পুনরুদ্ধার হয়নি।

সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর ধারণা করা হচ্ছিল, ভারতের সঙ্গে সম্পর্কের হয়তো উন্নতি হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি। কানাডার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সম্পর্ক পুনরুদ্ধারের জন্য দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবারই প্রথম জি–৭ সম্মেলেন যোগ দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে নরেন্দ্র মোদির। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি। প্রতিবেদনে আরও বলেছে, কানাডা এখন পর্যন্ত জি–৭ এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া জি–৭ সম্মেলনে উপস্থিত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

আপডেট সময় ০২:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আসন্ন জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদির জি–৭ সম্মেলনে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এদিকে কানাডা সরকারের আয়োজনে আগামী ১৫–১৭ জুন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে এ বছরের জি–৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জি–৭ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, সম্ভবত ভারত–কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনো আমন্ত্রণ পাননি।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্ত্রী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের সরকারি গোয়েন্দারা জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন। এরপর কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন। ভারতও পাল্টা পদক্ষেপ নেয় এবং কানাডার কূটনীতিককে বহিষ্কার করে। এসব পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, যা এখনো পুনরুদ্ধার হয়নি।

সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর ধারণা করা হচ্ছিল, ভারতের সঙ্গে সম্পর্কের হয়তো উন্নতি হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি। কানাডার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সম্পর্ক পুনরুদ্ধারের জন্য দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এবারই প্রথম জি–৭ সম্মেলেন যোগ দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে নরেন্দ্র মোদির। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি। প্রতিবেদনে আরও বলেছে, কানাডা এখন পর্যন্ত জি–৭ এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া জি–৭ সম্মেলনে উপস্থিত থাকবে।