ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব: মোহাম্মাদ বাঘের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

এবার ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘলিবাফ বলেছেন, ‘ইসরায়েল যে গল্প শুরু করেছে, তা শেষ করবে ইরান।’ শুক্রবার ঘলিবাফ বলেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদীরা নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকা ও সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করেছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা ও ইরানি জাতির সবচেয়ে বড় শত্রু।

ঘলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও ওর সমর্থকরা অল্প সময়ের মধ্যেই চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, যে কোনো উপায়ে ও যে কোনো অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করেছে, আল্লাহ চাইলে আমরাই ওটার সমাপ্তিতে পৌঁছাব।

জনপ্রিয় সংবাদ

“আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, ভারতেরই সরকার বলি”—নড়াইলে চরমোনাই পীর

ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব: মোহাম্মাদ বাঘের

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

এবার ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘলিবাফ বলেছেন, ‘ইসরায়েল যে গল্প শুরু করেছে, তা শেষ করবে ইরান।’ শুক্রবার ঘলিবাফ বলেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদীরা নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকা ও সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করেছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা ও ইরানি জাতির সবচেয়ে বড় শত্রু।

ঘলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও ওর সমর্থকরা অল্প সময়ের মধ্যেই চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, যে কোনো উপায়ে ও যে কোনো অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করেছে, আল্লাহ চাইলে আমরাই ওটার সমাপ্তিতে পৌঁছাব।