ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব: মোহাম্মাদ বাঘের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

এবার ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘলিবাফ বলেছেন, ‘ইসরায়েল যে গল্প শুরু করেছে, তা শেষ করবে ইরান।’ শুক্রবার ঘলিবাফ বলেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদীরা নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকা ও সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করেছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা ও ইরানি জাতির সবচেয়ে বড় শত্রু।

ঘলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও ওর সমর্থকরা অল্প সময়ের মধ্যেই চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, যে কোনো উপায়ে ও যে কোনো অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করেছে, আল্লাহ চাইলে আমরাই ওটার সমাপ্তিতে পৌঁছাব।

জনপ্রিয় সংবাদ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব: মোহাম্মাদ বাঘের

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

এবার ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘলিবাফ বলেছেন, ‘ইসরায়েল যে গল্প শুরু করেছে, তা শেষ করবে ইরান।’ শুক্রবার ঘলিবাফ বলেন, আবারও অপরাধী ও দুষ্ট জায়নবাদীরা নির্দোষ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকা ও সাধারণ মানুষকে নিশানা করে অপরাধটি করেছে জায়নবাদীরা। এটা প্রমাণ করে যে ওরা মানবতা ও ইরানি জাতির সবচেয়ে বড় শত্রু।

ঘলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও ওর সমর্থকরা অল্প সময়ের মধ্যেই চরম শাস্তিতে পতিত হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, যে কোনো উপায়ে ও যে কোনো অস্ত্র দিয়ে এই প্রতিশোধ নেওয়া হবে। ওরা যে গল্প শুরু করেছে, আল্লাহ চাইলে আমরাই ওটার সমাপ্তিতে পৌঁছাব।