ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা 

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের ভয়াবহ হামলা ও তেহরানের পাল্টা আক্রমণের পর এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (১৪ জুন) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner-কে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। আরও একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজকে প্রস্তুত রাখা হয়েছে হোয়াইট হাউসের অনুরোধে।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য থেকে কিছু সামরিক সরঞ্জাম সরানো হলেও, ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিমানগুলো অঞ্চলটির আকাশে টহল দিচ্ছে এবং বিমানঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল শুক্রবার ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয় বলে ইরানি সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলি

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা 

আপডেট সময় ১০:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

এবার ইসরায়েলের ভয়াবহ হামলা ও তেহরানের পাল্টা আক্রমণের পর এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (১৪ জুন) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner-কে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। আরও একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজকে প্রস্তুত রাখা হয়েছে হোয়াইট হাউসের অনুরোধে।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য থেকে কিছু সামরিক সরঞ্জাম সরানো হলেও, ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিমানগুলো অঞ্চলটির আকাশে টহল দিচ্ছে এবং বিমানঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল শুক্রবার ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয় বলে ইরানি সূত্রে জানা গেছে।