এবার জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে শনিবার জাতীয় স্টেডিয়ামে কুটনৈতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ ম্যাচে ১-০ গোলে জয় পাওয়ার পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ বললেন, ফুটবলে কাজী সালাউদ্দিন দীর্ঘ দিনে যা পারেননি, আসিফ-তাবিথ মিলে তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, ‘আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক ভক্ত। সালাউদ্দিন ভাই ৮-১০ বছর চেষ্টা করে যা পারেননি। আমাদের আসিফ (ক্রীড়া উপদেষ্টা) ও তাবিথ (বাফুফে সভাপতি) সেটা করে দেখিয়েছে। আমি ১০ জুনের ম্যাচ দেখেছি। বাংলাদেশ ভালো খেলেছে । অফ দ্য বলও খেলছে আবার পায়ে বল রেখেছে। উদ্দেশ্যহীন কিছু ছিল না। আমরা বিগত সময়ে শুনতাম বাটু টুটুল উড়ায় দে। এই ধারা থেকে ফুটবল বেরিয়ে এসেছে।’
ফুটবলে জোয়ার উঠায় বেশ খুশি আসিফ নজরুল। তিনি বলেন, ‘ফুটবল আমাদের লাইফ লাইন। অন্য দেশের হেজেমনি প্রতিষ্ঠার জন্য ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ফুটবলপ্রেমী। বাংলাদেশের নাড়ির স্পন্দন ফুটবল। আসিফ ও তাবিথ আউয়াল ফুটবলকে যতটুকু এগিয়ে নিয়েছে আশা করি এটা অব্যাহত থাকবে।’

























