শেষ সময়ে এসেও অনুপস্থিতির রেকর্ড হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়। মঙ্গলবার (১৩ মে) এসএসসি স্কুলের ৯টি শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে মোট অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫ জনে। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী ১৬ হাজার ৩৫৯ জন, মাদ্রাসার শিক্ষার্থী ১১ হাজার ৬৪৭ জন এবং কারিগরির শিক্ষার্থী ৩ হাজার ৪৯ জন। একইসাথে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনে দায়ে বহিষ্কার করা হয়েছে ৮ শিক্ষার্থীকে।
মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তি থেকে এসব বিষয়ে জানা গেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজকের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৯৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ৯টি শিক্ষাবোর্ডে বাংলা ২য় পত্র (আবশ্যিক), মাদ্রাসা শিক্ষাবোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষাবোর্ডে ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া, আজকের পরীক্ষায় আটজন শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে স্কুলের পরীক্ষায় যশোর বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন, ময়মনসিংহ বোর্ডে ২ জন (মোট ৪ জন) এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৪ শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। মঙ্গলবার (১৩ মে) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষ হয়েছে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার (১৫ মে)। ওইদিন থেকেই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ২২ মে পর্যন্ত। মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষা ১৬-২২ মে অনুষ্ঠিত হবে।
























