ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে”—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে সংগঠন দুটির মিছিল-মিটিং অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে দিন-তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।”

নির্বাচন সুষ্ঠু রাখতে করণীয় সম্পর্কে উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।”

বিগত সময়ের “দিনের ভোট রাতে” হওয়ার বিষয়টি তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তখনো তো আপনারা (সাংবাদিকেরা) মাঠে ছিলেন।”

জবাবে সাংবাদিকদের একজন বলেন, “ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।”

জনপ্রিয় সংবাদ

একটু দেরি হলেই ওর আর ফেরা হতো না” — মাইলস্টোনের ছাত্র আরিয়ানের মায়ের করুণ স্মৃতি

“আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে”—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে সংগঠন দুটির মিছিল-মিটিং অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে দিন-তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।”

নির্বাচন সুষ্ঠু রাখতে করণীয় সম্পর্কে উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।”

বিগত সময়ের “দিনের ভোট রাতে” হওয়ার বিষয়টি তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তখনো তো আপনারা (সাংবাদিকেরা) মাঠে ছিলেন।”

জবাবে সাংবাদিকদের একজন বলেন, “ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।”