ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুহাররম মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে শুরু নতুন হিজরি বছর ১৪৪৭

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র আরবি বর্ষ ১৪৪৭ হিজরি। ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর হিজরি নববর্ষের সূচনা হলো। আগামীকাল শুক্রবার হবে ১ মহররম ১৪৪৭ হিজরি।

হিজরি সন গণনার সূচনা হয় ৬২২ খ্রিষ্টাব্দে, যখন মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই আরবি ক্যালেন্ডারের বছর গণনা শুরু হয়।

হিজরি সনের প্রথম মাস মহররম। ইসলামের ইতিহাসে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও স্মৃতিবহ। বিশেষ করে ১০ মহররম, অর্থাৎ আশুরার দিনে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা সংঘটিত হয়েছে। হযরত ইমাম হোসাইন (রা.)-এর কারবালার মর্মান্তিক শাহাদাতের ঘটনাও এই দিনেই ঘটেছিল।

ইসলামী পরিপ্রেক্ষিতে হিজরি নববর্ষকে উদযাপনের চেয়ে আত্মশুদ্ধি ও আত্মজিজ্ঞাসার সময় হিসেবে দেখা হয়। বছরের শুরুর এ সময়টি মুসলিম উম্মাহর জন্য আত্মমূল্যায়নের সুযোগ হিসেবে বিবেচিত হয়।

নতুন হিজরি বর্ষ ১৪৪৭ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামি চিন্তাবিদ, ধর্মীয় সংগঠন ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়

জনপ্রিয় সংবাদ

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব ফখরুল

মুহাররম মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে শুরু নতুন হিজরি বছর ১৪৪৭

আপডেট সময় ০৯:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র আরবি বর্ষ ১৪৪৭ হিজরি। ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর হিজরি নববর্ষের সূচনা হলো। আগামীকাল শুক্রবার হবে ১ মহররম ১৪৪৭ হিজরি।

হিজরি সন গণনার সূচনা হয় ৬২২ খ্রিষ্টাব্দে, যখন মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই আরবি ক্যালেন্ডারের বছর গণনা শুরু হয়।

হিজরি সনের প্রথম মাস মহররম। ইসলামের ইতিহাসে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও স্মৃতিবহ। বিশেষ করে ১০ মহররম, অর্থাৎ আশুরার দিনে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা সংঘটিত হয়েছে। হযরত ইমাম হোসাইন (রা.)-এর কারবালার মর্মান্তিক শাহাদাতের ঘটনাও এই দিনেই ঘটেছিল।

ইসলামী পরিপ্রেক্ষিতে হিজরি নববর্ষকে উদযাপনের চেয়ে আত্মশুদ্ধি ও আত্মজিজ্ঞাসার সময় হিসেবে দেখা হয়। বছরের শুরুর এ সময়টি মুসলিম উম্মাহর জন্য আত্মমূল্যায়নের সুযোগ হিসেবে বিবেচিত হয়।

নতুন হিজরি বর্ষ ১৪৪৭ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামি চিন্তাবিদ, ধর্মীয় সংগঠন ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়