ঢাকা আলিয়া মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী—মো. সিয়াম ও আব্দুর রহমান। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার ছাত্রলীগের (যাদের মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা ‘নিষিদ্ধ সংগঠন’ বলে উল্লেখ করেছে) সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারী ফাহিম ফয়সাল, সৌরভ, সাজ্জাদ ও রাকিব মূল ফটকে আসার পর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের মধ্যে চেয়ারে আঘাতের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল কবির ও সহকারী হল সুপার মো. আব্দুর রহিম ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঢাকা আলিয়া ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য বৈঠকের সিদ্ধান্ত নেন।
এ ঘটনার পর উত্তেজনা আরও বেড়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা রাকিবুল ইসলাম বরকতের নেতৃত্বাধীন ছাত্রলীগের সকল অনুসারীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তারা।