ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইঞ্জিনে ত্রুটি, ঢাকা ছেড়ে উড়েই ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশ থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৪, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিন সংক্রান্ত একটি সমস্যার বিষয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ-১৪ নম্বর গেটে পার্ক করা হয়। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী৭ জন ক্রু সদস্য ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের পর রানওয়ে পর্যবেক্ষণ করে কোনো পাখির ধাক্কা বা অন্য কোনো বাহ্যিক সমস্যা খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কারিগরি দল ত্রুটির উৎস খতিয়ে দেখছে এবং বিমানের সার্বিক কারিগরি পর্যালোচনার পর পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পর যাত্রীদের বিকল্প ফ্লাইটের প্রস্তুতিও শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একটু দেরি হলেই ওর আর ফেরা হতো না” — মাইলস্টোনের ছাত্র আরিয়ানের মায়ের করুণ স্মৃতি

ইঞ্জিনে ত্রুটি, ঢাকা ছেড়ে উড়েই ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইট

আপডেট সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশ থেকে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৪, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে মাত্র ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিন সংক্রান্ত একটি সমস্যার বিষয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ-১৪ নম্বর গেটে পার্ক করা হয়। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী৭ জন ক্রু সদস্য ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের পর রানওয়ে পর্যবেক্ষণ করে কোনো পাখির ধাক্কা বা অন্য কোনো বাহ্যিক সমস্যা খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কারিগরি দল ত্রুটির উৎস খতিয়ে দেখছে এবং বিমানের সার্বিক কারিগরি পর্যালোচনার পর পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পর যাত্রীদের বিকল্প ফ্লাইটের প্রস্তুতিও শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার বলেও বিবৃতিতে জানানো হয়েছে।