এবার চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনও হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। সারজিস বলেন, আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি–আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট নামে কোনও ব্যক্তিকে সামনে রেখে, কোনও দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না।
ন্যাটো সহায়তা দিলে পুরো ইউক্রেন দখলের হুমকি পুতিনেরন্যাটো সহায়তা দিলে পুরো ইউক্রেন দখলের হুমকি পুতিনের
এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিক সমাবেশ করব কিন্তু যেন জনগণের ভোগান্তি না হয় সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশ হয়েছে কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে। এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম।
আমরা সংস্কার ও বিচার সামনে রেখে আমাদের এই লড়াই করছি উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা পিআরের কথা বলেছেন। আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে এই পিআর নিয়ে আমাদের আরও জোরেশোরে ভাবতে হবে।