ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না: খোকন 

এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না। কমিটি দেওয়ার আগে ঠিকভাবে যাছাই-বাছাই করে দেবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দেবেন আর তারাই এসে হুমকি-ধমকি দেবে; এটা কোনোভাবেই জনগণ মেনে নেবে না।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর-বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তারা। কোনো চোর বাংলাদেশের ইতিহাসে এমপি-মন্ত্রীর চেয়ারে বসতে পারবে না।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনের ভোট রাতে করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছেমতো ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছে। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগের নেতারা) দেশছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আফসোস করবেন। আপনাদের আফসোস দেখে আমাদের কষ্ট হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গায়ের জোড়ে, ব্যালটে সিল মেরে; ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মতো কারচুপি নির্বাচন আমরা কখনোই আর চাই না।’

জনপ্রিয় সংবাদ

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড”—ঝিনাইদহে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা

এনসিপিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না: খোকন 

আপডেট সময় ১২:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না। কমিটি দেওয়ার আগে ঠিকভাবে যাছাই-বাছাই করে দেবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দেবেন আর তারাই এসে হুমকি-ধমকি দেবে; এটা কোনোভাবেই জনগণ মেনে নেবে না।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর-বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তারা। কোনো চোর বাংলাদেশের ইতিহাসে এমপি-মন্ত্রীর চেয়ারে বসতে পারবে না।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনের ভোট রাতে করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছেমতো ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছে। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগের নেতারা) দেশছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আফসোস করবেন। আপনাদের আফসোস দেখে আমাদের কষ্ট হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গায়ের জোড়ে, ব্যালটে সিল মেরে; ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মতো কারচুপি নির্বাচন আমরা কখনোই আর চাই না।’