ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“জবি শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত, অবিলম্বে মেনে নিন” — সরকারের প্রতি জামায়াতের আহ্বান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, “আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।”

তিনি বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জবি’র ছাত্র-শিক্ষকরা আবাসন সংকটসহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। এতে শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসব সমস্যা দীর্ঘদিনের, অথচ কোনো সরকারই তা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে আন্দোলনে নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।”

মাওলানা মাছুম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হলে সরকারের উচিত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা এবং দাবি বাস্তবায়নে আন্তরিকতা দেখানো।”

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

সবার চোখ এখন সরকারের দিকে—ছাত্রদের স্বার্থ রক্ষা নাকি অচলাবস্থা চলবে আরও?

জনপ্রিয় সংবাদ

আমার স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না

“জবি শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত, অবিলম্বে মেনে নিন” — সরকারের প্রতি জামায়াতের আহ্বান

আপডেট সময় ০৯:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, “আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।”

তিনি বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জবি’র ছাত্র-শিক্ষকরা আবাসন সংকটসহ একাধিক দাবিতে আন্দোলন করছেন। এতে শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এসব সমস্যা দীর্ঘদিনের, অথচ কোনো সরকারই তা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে আন্দোলনে নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।”

মাওলানা মাছুম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হলে সরকারের উচিত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা এবং দাবি বাস্তবায়নে আন্তরিকতা দেখানো।”

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

সবার চোখ এখন সরকারের দিকে—ছাত্রদের স্বার্থ রক্ষা নাকি অচলাবস্থা চলবে আরও?