ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি এমপি হলে কাউকে ঢাকায় রিকশা চালাতে হবে না: মামুন

এবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে (পীরগঞ্জ-রানীশংকৈল) উপজেলার মানুষকে আর ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে না।

গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এদিন মামুনুর রশিদ মামুন বলেন, এ অঞ্চলে তেমন শিল্পকারখানাসহ কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পড়ালেখা শেষ করে জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হয়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ কষ্ট আর এ এলাকার মানুষের থাকবে না।

তিনি আরও বলেন, পীরগঞ্জ রানীশংকৈল ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আমাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। কথায় কথায় পাখির মতো গুলি করে মানুষ মারে। সীমান্তে আর যদি একটা মানুষও হত্যা করা হয় তাহলে দিল্লি অভিমুখে লংমার্চ শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

আমি এমপি হলে কাউকে ঢাকায় রিকশা চালাতে হবে না: মামুন

আপডেট সময় ১২:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

এবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে (পীরগঞ্জ-রানীশংকৈল) উপজেলার মানুষকে আর ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে না।

গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এদিন মামুনুর রশিদ মামুন বলেন, এ অঞ্চলে তেমন শিল্পকারখানাসহ কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পড়ালেখা শেষ করে জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হয়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ কষ্ট আর এ এলাকার মানুষের থাকবে না।

তিনি আরও বলেন, পীরগঞ্জ রানীশংকৈল ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আমাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। কথায় কথায় পাখির মতো গুলি করে মানুষ মারে। সীমান্তে আর যদি একটা মানুষও হত্যা করা হয় তাহলে দিল্লি অভিমুখে লংমার্চ শুরু হবে।