ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া শাখা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আলোচিত রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

ড. ফয়জুল বলেন, “দীর্ঘ রাজনৈতিক পথচলার পর আমি উপলব্ধি করেছি যে, বর্তমান বিএনপির মতাদর্শিক অবস্থান আমার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই দল থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না।” তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “২০১৫ সাল থেকে দলটির সঙ্গে থেকে আমি ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে দেশের ভেতরে ও প্রবাসে কাজ করেছি। ২০১৮ সালের নির্বাচনে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম।”

তবে গত কিছুদিনে বিএনপির রাজনৈতিক অবস্থানে ‘বামঘেঁষা’ পরিবর্তনের অভিযোগ তুলে তিনি বলেন, “বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের সুরের সঙ্গে মিল খুঁজে পাওয়াটা আমাকে মর্মাহত করেছে। একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আমি নিজেকে দলে কোণঠাসা ও মূল্যহীন মনে করছি।”

তিনি আরো বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস বা চাঁদাবাজিকে কোনোভাবেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয়, বরং দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।”

জনপ্রিয় সংবাদ

তৃতীয় লিঙ্গের মানুষের সহযোগিতায় প্রাণ বাঁচলো মা-নবজাতকের

বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা

আপডেট সময় ০১:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া শাখা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আলোচিত রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

ড. ফয়জুল বলেন, “দীর্ঘ রাজনৈতিক পথচলার পর আমি উপলব্ধি করেছি যে, বর্তমান বিএনপির মতাদর্শিক অবস্থান আমার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই দল থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না।” তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “২০১৫ সাল থেকে দলটির সঙ্গে থেকে আমি ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে দেশের ভেতরে ও প্রবাসে কাজ করেছি। ২০১৮ সালের নির্বাচনে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম।”

তবে গত কিছুদিনে বিএনপির রাজনৈতিক অবস্থানে ‘বামঘেঁষা’ পরিবর্তনের অভিযোগ তুলে তিনি বলেন, “বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের সুরের সঙ্গে মিল খুঁজে পাওয়াটা আমাকে মর্মাহত করেছে। একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আমি নিজেকে দলে কোণঠাসা ও মূল্যহীন মনে করছি।”

তিনি আরো বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস বা চাঁদাবাজিকে কোনোভাবেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয়, বরং দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।”