চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের শুরু, চিকিৎসার অভাবে তিনি আজ গুরুতর অসুস্থ।’
তিনি আরও জানান, কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছালে রবিবার তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে। তবে তিনি উড়োজাহাজে ভ্রমণের উপযোগী কি না—সেটি চিকিৎসকরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন।
বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষেরাও দোয়ায় অংশ নেন। পাশাপাশি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

























