ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা: ট্রাম্প

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৪ মে) সৌদি আরব থেকে কাতারে যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প জানান, “আমি সারাকে বলেছি, আপনারা যখন প্রস্তুত থাকবেন, তখন আব্রাহাম চুক্তিতে যোগ দিন। সারা বলেছেন, ‘হ্যাঁ’। তবে তাদের এখনো অনেক কাজ বাকি।”

আব্রাহাম চুক্তিতে সিরিয়াকে যুক্ত করার প্রচেষ্টা

২০২০ সালে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প বর্তমানে সৌদি আরব, সিরিয়া ও অন্যান্য দেশকে এই চুক্তিতে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ৩৩ মিনিটের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ট্রাম্পের প্রশংসা ও আহ্বান

সারার সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, “তিনি একজন তরুণ, আকর্ষণীয় এবং শক্তিশালী নেতা। তার অতীত যুদ্ধের অভিজ্ঞতায় ভরপুর। তিনি একজন সত্যিকারের যোদ্ধা।”

বৈঠকে ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন আব্রাহাম চুক্তিতে যুক্ত হয় এবং ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সন্ত্রাসবিরোধী আলোচনায় অগ্রগতি

এই বৈঠকের একদিন আগে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প। এতে করে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ বছর পর রাষ্ট্রপ্রধান পর্যায়ে আলোচনা হলো, যেটিকে আন্তর্জাতিক মহল ঐতিহাসিক বলে মনে করছে।

আলজাজিরা’র প্রতিবেদক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, বৈঠকে আইএসআইএলসহ সন্ত্রাসবাদ দমন এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে সিরিয়ার অবস্থান নিয়ে আলোচনা হয়।

সারা ট্রাম্পকে জানান, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগতভাবে একমত সিরিয়া।”

ফিলিস্তিনি যোদ্ধাদের দেশত্যাগের আহ্বান

এ সময় ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন ফিলিস্তিনি যোদ্ধাদের নিজ দেশ থেকে বের করে দেয় এবং অন্যান্য বিদেশি সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়।


সূত্র: দ্য গার্ডিয়ান

জনপ্রিয় সংবাদ

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা: ট্রাম্প

আপডেট সময় ০৮:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৪ মে) সৌদি আরব থেকে কাতারে যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প জানান, “আমি সারাকে বলেছি, আপনারা যখন প্রস্তুত থাকবেন, তখন আব্রাহাম চুক্তিতে যোগ দিন। সারা বলেছেন, ‘হ্যাঁ’। তবে তাদের এখনো অনেক কাজ বাকি।”

আব্রাহাম চুক্তিতে সিরিয়াকে যুক্ত করার প্রচেষ্টা

২০২০ সালে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প বর্তমানে সৌদি আরব, সিরিয়া ও অন্যান্য দেশকে এই চুক্তিতে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ৩৩ মিনিটের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ট্রাম্পের প্রশংসা ও আহ্বান

সারার সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, “তিনি একজন তরুণ, আকর্ষণীয় এবং শক্তিশালী নেতা। তার অতীত যুদ্ধের অভিজ্ঞতায় ভরপুর। তিনি একজন সত্যিকারের যোদ্ধা।”

বৈঠকে ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন আব্রাহাম চুক্তিতে যুক্ত হয় এবং ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সন্ত্রাসবিরোধী আলোচনায় অগ্রগতি

এই বৈঠকের একদিন আগে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প। এতে করে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ বছর পর রাষ্ট্রপ্রধান পর্যায়ে আলোচনা হলো, যেটিকে আন্তর্জাতিক মহল ঐতিহাসিক বলে মনে করছে।

আলজাজিরা’র প্রতিবেদক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, বৈঠকে আইএসআইএলসহ সন্ত্রাসবাদ দমন এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে সিরিয়ার অবস্থান নিয়ে আলোচনা হয়।

সারা ট্রাম্পকে জানান, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগতভাবে একমত সিরিয়া।”

ফিলিস্তিনি যোদ্ধাদের দেশত্যাগের আহ্বান

এ সময় ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন ফিলিস্তিনি যোদ্ধাদের নিজ দেশ থেকে বের করে দেয় এবং অন্যান্য বিদেশি সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠায়।


সূত্র: দ্য গার্ডিয়ান