ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

আজ ২৮ জুন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশ্বজুড়ে খ্যাতিমান এই অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী মাইক্রোক্রেডিট কার্যক্রমের রোল মডেল হিসেবে পরিচিত।

২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশসহ বহু দেশে দারিদ্র্য বিমোচন, উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রেখেছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছেন।

সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। তার জন্মদিনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসের অবদান স্মরণ করে তার জন্মদিন উদযাপন করা হচ্ছে বিভিন্ন আয়োজনে।

 

জনপ্রিয় সংবাদ

সিটিস্ক্যানে মস্তিষ্কের ‘ইসকেমিয়া’ বেড়েছে, হাদির অবস্থা এখনও সংকটজনক

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

আপডেট সময় ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

আজ ২৮ জুন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশ্বজুড়ে খ্যাতিমান এই অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী মাইক্রোক্রেডিট কার্যক্রমের রোল মডেল হিসেবে পরিচিত।

২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশসহ বহু দেশে দারিদ্র্য বিমোচন, উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রেখেছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছেন।

সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। তার জন্মদিনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসের অবদান স্মরণ করে তার জন্মদিন উদযাপন করা হচ্ছে বিভিন্ন আয়োজনে।