ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আগের কেচ্ছাকাহিনিতে ভোট হবে না”—বিএনপিকে আক্রমণ ফয়জুল করিমের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি অতীতের ‘কেচ্ছাকাহিনি’ নিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু জনগণ আর সেই ফাঁদে পড়বে না। রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, “২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন। এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।” বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “এখন এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। প্রতিদিন খবরের কাগজে যেসব দেখি, তা বরফের চূড়া মাত্র। নিচে আরও হাজার গুণ বেশি চাঁদাবাজি লুকানো।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি কে দখল করেছে? এস আলম গ্রুপের গাড়ি বা সম্পত্তি কার হাতে? খুঁজে দেখেন, আমার খোঁজার দরকার নেই।”

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, “আমাকে একটা যুক্তি দেখান, যেটার কারণে বিএনপি ভোট পেতে পারে। ১৯৯১-৯৬, তারপর ২০০১-২০০৫—দুই দফা ক্ষমতায় থেকেও তারা আবার ১৯৯৬ বা ২০০৮-এ কেন বিপুল ভোটে হেরেছে?”

তিনি আরও বলেন, “যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে হাজার গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। এরপরেও আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির কারণে। আজ বিএনপিও সেই একই কাজ করছে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “ভেবেছেন আগের কেচ্ছাকাহিনিতে ভোট করবেন? আওয়ামী লীগকে ঠেকানোর বুলি শুনিয়ে আসলে নিজেরাই ঠেকা খেয়ে যাবেন।”

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি: কৌশলগত বিরতিতে তেহরান, দীর্ঘমেয়াদি প্রস্তুতির ইঙ্গিত

আগের কেচ্ছাকাহিনিতে ভোট হবে না”—বিএনপিকে আক্রমণ ফয়জুল করিমের

আপডেট সময় ১২:৫০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি অতীতের ‘কেচ্ছাকাহিনি’ নিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু জনগণ আর সেই ফাঁদে পড়বে না। রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, “২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন। এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।” বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “এখন এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। প্রতিদিন খবরের কাগজে যেসব দেখি, তা বরফের চূড়া মাত্র। নিচে আরও হাজার গুণ বেশি চাঁদাবাজি লুকানো।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি কে দখল করেছে? এস আলম গ্রুপের গাড়ি বা সম্পত্তি কার হাতে? খুঁজে দেখেন, আমার খোঁজার দরকার নেই।”

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, “আমাকে একটা যুক্তি দেখান, যেটার কারণে বিএনপি ভোট পেতে পারে। ১৯৯১-৯৬, তারপর ২০০১-২০০৫—দুই দফা ক্ষমতায় থেকেও তারা আবার ১৯৯৬ বা ২০০৮-এ কেন বিপুল ভোটে হেরেছে?”

তিনি আরও বলেন, “যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে হাজার গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। এরপরেও আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির কারণে। আজ বিএনপিও সেই একই কাজ করছে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “ভেবেছেন আগের কেচ্ছাকাহিনিতে ভোট করবেন? আওয়ামী লীগকে ঠেকানোর বুলি শুনিয়ে আসলে নিজেরাই ঠেকা খেয়ে যাবেন।”