ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাপের বেটা হইলে ভোটে আয়”—ইটনায় ফজলুর রহমানের হুঁশিয়ারি জামায়াতকে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন, “১০ লাখ লোকের মিটিং করছ, একশো কোটি টাকা খরচ করছ, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দিস কেন?”

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের ভূমিকায় উদ্বেগ জানিয়ে ফজলুর রহমান বলেন, “তারা বলে দেশে মুক্তিযুদ্ধ হয়নি। ছাত্রশিবির বলে, যারা যুদ্ধ করেছে, তাদের আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এ কথা মুক্তিযোদ্ধারা সহ্য করতে পারে না। প্রয়োজনে আবারও যুদ্ধ হবে।”

তিনি বলেন, “আমার দলও একসময় আমাকে ভুল বুঝেছিল, এখন তারাই বলছে— জামায়াত-শিবির-রাজাকার, বাংলা ছাড়। দেরিতে হলেও বুঝেছে।”

এ সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুল হান্নান। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব মাহফুজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান।
আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্যসচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসে এনসিপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদায়ী সংবর্ধনা

বাপের বেটা হইলে ভোটে আয়”—ইটনায় ফজলুর রহমানের হুঁশিয়ারি জামায়াতকে

আপডেট সময় ১২:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন, “১০ লাখ লোকের মিটিং করছ, একশো কোটি টাকা খরচ করছ, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দিস কেন?”

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের ভূমিকায় উদ্বেগ জানিয়ে ফজলুর রহমান বলেন, “তারা বলে দেশে মুক্তিযুদ্ধ হয়নি। ছাত্রশিবির বলে, যারা যুদ্ধ করেছে, তাদের আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এ কথা মুক্তিযোদ্ধারা সহ্য করতে পারে না। প্রয়োজনে আবারও যুদ্ধ হবে।”

তিনি বলেন, “আমার দলও একসময় আমাকে ভুল বুঝেছিল, এখন তারাই বলছে— জামায়াত-শিবির-রাজাকার, বাংলা ছাড়। দেরিতে হলেও বুঝেছে।”

এ সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুল হান্নান। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব মাহফুজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান।
আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্যসচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর প্রমুখ।