ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আসিফ নজরুল: ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, আরও দৃশ্যমান হওয়া উচিত’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

তিনি বলেন, অংশ নেওয়া সব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত প্রকাশ করেছে। কেউ কেউ বলেছে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কখনো কখনো একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, কিন্তু এটাকে বিরোধিতা মনে করা যাবে না। বরং তারা একে অপরকে রাজনৈতিক সহযোগী বলেই গণ্য করেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। একটি হচ্ছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষা করা, যেখানে কিছু ঘাটতির কথা দলগুলো উল্লেখ করেছে। অপরটি হচ্ছে—নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা।

এ সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—তাদের মধ্যে যে ঐক্য রয়েছে, তা যেন আরও দৃশ্যমান হয়।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আসিফ নজরুল: ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, আরও দৃশ্যমান হওয়া উচিত’

আপডেট সময় ১২:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

তিনি বলেন, অংশ নেওয়া সব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত প্রকাশ করেছে। কেউ কেউ বলেছে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কখনো কখনো একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, কিন্তু এটাকে বিরোধিতা মনে করা যাবে না। বরং তারা একে অপরকে রাজনৈতিক সহযোগী বলেই গণ্য করেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। একটি হচ্ছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষা করা, যেখানে কিছু ঘাটতির কথা দলগুলো উল্লেখ করেছে। অপরটি হচ্ছে—নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা।

এ সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—তাদের মধ্যে যে ঐক্য রয়েছে, তা যেন আরও দৃশ্যমান হয়।