ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ এক বছর পর গুলিস্তানে আ.লীগ কার্যালয় পরিষ্কার শুরু, টাঙানো হয়েছে ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’-এর ব্যানার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে গত বুধবার থেকে ভবনটি পরিষ্কারের কাজ শুরু হয়। দশতলা বিশিষ্ট ভবনটি পরিষ্কার কার্যক্রম বৃহস্পতিবারও অব্যাহত ছিল।

কার্যালয়টির সামনের ব্যানার ঘিরে জল্পনা-কল্পনা তৈরি হলেও সেখানে অবস্থানরত কেউই নিজেদের পরিচয় দিতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নে তারা জানান, ভবনটি পুরোপুরি পরিষ্কার করার পর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। ভবনটিতে গত বছরের অভ্যুত্থানে আহতদের জন্য অফিস, শহীদ পরিবারের জন্য অফিস করার পরিকল্পনার কথাও জানান তারা।

তবে এই উদ্যোগের পেছনে কারা আছেন, ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামটি কে দিয়েছেন—এসব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। উপস্থিত কেউই প্রতিষ্ঠানের পরিচয় বা লক্ষ্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, শেখ হাসিনা ২০১৮ সালের ২৩ জুন ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রীয় কার্যালয়টি উদ্বোধন করেন। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সেখানে আগুন লাগানো হয় এবং পরে চলতে থাকে লুটপাট। এরপর থেকে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নিচতলা রূপ নেয় অস্থায়ী শৌচাগারে, যার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ছিল দূষিত।

সম্প্রতি ভবনটির সামনে দিয়ে যাতায়াতকারীরা আবার আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই ভবনটির ছবি তুলছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ভবনটি নতুন উদ্দেশ্যে ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেলেও এর ভবিষ্যৎ ব্যবহারের প্রকৃত রূপরেখা এখনো স্পষ্ট নয়।

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

দীর্ঘ এক বছর পর গুলিস্তানে আ.লীগ কার্যালয় পরিষ্কার শুরু, টাঙানো হয়েছে ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’-এর ব্যানার

আপডেট সময় ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙিয়ে গত বুধবার থেকে ভবনটি পরিষ্কারের কাজ শুরু হয়। দশতলা বিশিষ্ট ভবনটি পরিষ্কার কার্যক্রম বৃহস্পতিবারও অব্যাহত ছিল।

কার্যালয়টির সামনের ব্যানার ঘিরে জল্পনা-কল্পনা তৈরি হলেও সেখানে অবস্থানরত কেউই নিজেদের পরিচয় দিতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নে তারা জানান, ভবনটি পুরোপুরি পরিষ্কার করার পর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। ভবনটিতে গত বছরের অভ্যুত্থানে আহতদের জন্য অফিস, শহীদ পরিবারের জন্য অফিস করার পরিকল্পনার কথাও জানান তারা।

তবে এই উদ্যোগের পেছনে কারা আছেন, ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামটি কে দিয়েছেন—এসব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। উপস্থিত কেউই প্রতিষ্ঠানের পরিচয় বা লক্ষ্য সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, শেখ হাসিনা ২০১৮ সালের ২৩ জুন ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রীয় কার্যালয়টি উদ্বোধন করেন। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সেখানে আগুন লাগানো হয় এবং পরে চলতে থাকে লুটপাট। এরপর থেকে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নিচতলা রূপ নেয় অস্থায়ী শৌচাগারে, যার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ছিল দূষিত।

সম্প্রতি ভবনটির সামনে দিয়ে যাতায়াতকারীরা আবার আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই ভবনটির ছবি তুলছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ভবনটি নতুন উদ্দেশ্যে ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেলেও এর ভবিষ্যৎ ব্যবহারের প্রকৃত রূপরেখা এখনো স্পষ্ট নয়।