ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা প্রচারণা, নির্বাচনে এম এ মালিককে সমর্থনের ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি বাজারের দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এম এ মালিক। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।” তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন।”

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার দোয়া কামনা করেন।

পথসভাটি আয়োজন করেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আলতাফ হোসেন ও সাবেক সভাপতি নামড় উদ্দিন। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন বলেন, “জননেতা এম এ মালিক নির্বাচনে মনোনয়ন পেলে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি তার পক্ষে কাজ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহআলম, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নামড় উদ্দিন, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

দক্ষিণ সুরমায় জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা প্রচারণা, নির্বাচনে এম এ মালিককে সমর্থনের ঘোষণা

আপডেট সময় ০৬:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি বাজারের দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এম এ মালিক। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।” তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন।”

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার দোয়া কামনা করেন।

পথসভাটি আয়োজন করেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আলতাফ হোসেন ও সাবেক সভাপতি নামড় উদ্দিন। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন বলেন, “জননেতা এম এ মালিক নির্বাচনে মনোনয়ন পেলে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি তার পক্ষে কাজ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহআলম, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নামড় উদ্দিন, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।