ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

“আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই—এমনকি মানুষেরও ফিটনেস নেই। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন।”
এই বক্তব্য দিয়ে শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন রাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারি না। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন নিয়মতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য জনগণের কাছে যাচ্ছি, কথা বলছি।”

তিনি আরও বলেন, “লড়াই এখনও শেষ হয়নি। ‘জুলাই সনদ’ ও ‘ঘোষণাপত্র’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করব।”

সভায় মুজিববাদের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন ও জমি দখলের সংস্কৃতি। এ দেশে মুজিববাদের জায়গা নেই। আমরা নতুন প্রজন্মের জন্য মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্টদের এদেশে ফিরতে দেওয়া হবে না।” তিনি প্রখর রোদের মধ্যেও সভায় উপস্থিত সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। আজ সকালে আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় বক্তারা বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন মূলধারার বিরোধীরা ব্যর্থ, তখন সাধারণ জনগণই রাস্তায় নেমে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ী হয়েছে। সেই জনগণকে নিয়েই হবে নতুন বাংলাদেশ।”

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

“আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই—এমনকি মানুষেরও ফিটনেস নেই। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন।”
এই বক্তব্য দিয়ে শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন রাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারি না। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন নিয়মতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য জনগণের কাছে যাচ্ছি, কথা বলছি।”

তিনি আরও বলেন, “লড়াই এখনও শেষ হয়নি। ‘জুলাই সনদ’ ও ‘ঘোষণাপত্র’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করব।”

সভায় মুজিববাদের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন ও জমি দখলের সংস্কৃতি। এ দেশে মুজিববাদের জায়গা নেই। আমরা নতুন প্রজন্মের জন্য মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্টদের এদেশে ফিরতে দেওয়া হবে না।” তিনি প্রখর রোদের মধ্যেও সভায় উপস্থিত সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। আজ সকালে আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় বক্তারা বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন মূলধারার বিরোধীরা ব্যর্থ, তখন সাধারণ জনগণই রাস্তায় নেমে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ী হয়েছে। সেই জনগণকে নিয়েই হবে নতুন বাংলাদেশ।”