হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৩ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান বিনিয়োগ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন এই ঘোষণা দেন।
এই বিনিয়োগে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রথমে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা থাকলেও, বিডা, বেজা এবং বেপজার সক্রিয় সহযোগিতায় হানডা তাদের বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। হানডা বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—এর মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট।
হান চুন বলেন, “বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সরকারের সহযোগিতা আমাদের আস্থা জুগিয়েছে। এই আস্থার ভিত্তিতেই আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”