২০২৪ সালের আয়–ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপিসহ ২৮টি রাজনৈতিক দল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও এলডিপিসহ ১০টি দল সময় চেয়েছে, আর ১১টি দল কোনো সাড়া দেয়নি। বৃহস্পতিবার (৩১ জুলাই) হিসাব জমার নির্ধারিত সময় শেষে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় চলতি বছর ৫০টি দলকে হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসি। তবে নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগকে হিসাব দিতে হয়নি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ ২৮টি দল সময়মতো অডিট রিপোর্ট জমা দিয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চলতি বছরের ফেব্রুয়ারিতে নিবন্ধন পাওয়ায় তাদের এখনই হিসাব দিতে হয়নি।
যেসব দল সময় চেয়েছে:
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাতীয় পার্টি (একাংশ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ও বাংলাদেশ ন্যাপ।
আইন অনুযায়ী, কোনো দল টানা তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে ইসি তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সম্প্রতি দীর্ঘ ১২ বছর পর নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতে ইসলামী এবার হিসাব দিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগকে এবার হিসাব জমা দিতে হয়নি নিবন্ধন স্থগিত থাকার কারণে।