ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও শেখ পরিবারকে ‘একঝাঁক কাপুরুষ’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের “একঝাঁক কাপুরুষ” আখ্যায়িত করেন এবং দাবি করেন যে, তারা ক্ষমতায় টিকে ছিল শুধুমাত্র “হত্যাকারী বাহিনীর” ওপর নির্ভর করে।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই—তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।” তার ভাষ্য অনুযায়ী, এই বাহিনীগুলোর সহায়তা ছাড়া শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ বহু আগেই রাজনৈতিকভাবে বিলীন হয়ে যেত।

প্রেস সচিব আরও দাবি করেন, “গত বছরের জুলাইয়ে, যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝে গিয়েছিল, তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল।”

শেষাংশে শফিকুল আলম লেখেন, “আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষরা কখনোই ফিরে আসতে পারে না!”

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

আওয়ামী লীগ ও শেখ পরিবারকে ‘একঝাঁক কাপুরুষ’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের “একঝাঁক কাপুরুষ” আখ্যায়িত করেন এবং দাবি করেন যে, তারা ক্ষমতায় টিকে ছিল শুধুমাত্র “হত্যাকারী বাহিনীর” ওপর নির্ভর করে।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই—তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।” তার ভাষ্য অনুযায়ী, এই বাহিনীগুলোর সহায়তা ছাড়া শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ বহু আগেই রাজনৈতিকভাবে বিলীন হয়ে যেত।

প্রেস সচিব আরও দাবি করেন, “গত বছরের জুলাইয়ে, যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝে গিয়েছিল, তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল।”

শেষাংশে শফিকুল আলম লেখেন, “আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষরা কখনোই ফিরে আসতে পারে না!”