চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া এবং বে টার্মিনাল আগামী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে এবং চলতি বছরের শেষ নাগাদ এসব টার্মিনাল সফলভাবে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেয়া হবে।
বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের সংস্কার কাজ চলছে এবং দুর্নীতি ও হয়রানি কমানো হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি চার থেকে পাঁচগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে এবং বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।
চট্টগ্রাম বন্দরে বর্তমানে নিয়োজিত বিদেশি অপারেটর আরএসজিটির (রেড সি গেটওয়ে টার্মিনাল) সঙ্গে বিডার অভিজ্ঞতা সুখকর হয়নি বলেও মন্তব্য করেন নির্বাহী চেয়ারম্যান। তিনি জানান, বাংলাদেশে আন্তর্জাতিক অপারেটরদের জন্য আগে কখনো সরকারিভাবে ডিল করা হয়নি, যা জটিলতার কারণ হয়েছে।
এদিন তিনি বন্দর ভবনের বোর্ড কক্ষে বন্দরের উন্নয়ন ও অপারেশন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রবির সঙ্গে ফাইভজি সার্ভিস চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।