সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বিখ্যাত সাদা পাথর পর্যটন স্পট এখন প্রায় শূন্য। স্থানীয় সাংবাদিক মাহবুবুর রহমান রিপন জানান, এখানকার পাথরের ৭৫ শতাংশই তুলে নেওয়া হয়েছে, বাকি ২৫ শতাংশ পাথর বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় রয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে ভোলাগঞ্জে গিয়ে তিনি বলেন, “এখানকার ভয়াবহ অবস্থা, আজকে হয়তো লুটপাট নেই। কিন্তু পাথর যা নিয়ে গেছে, তাতে এ পর্যটন স্পট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর বলতে কিছু নেই এখন আর।”
প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা বিপুল পরিমাণ পাথরের কারণে প্রায় পাঁচ একর এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই মনোরম স্থান। গত কয়েক বছরে এটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
স্থানীয়রা বলছেন, নির্বিচারে পাথর উত্তোলনের ফলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নষ্ট হয়নি, পর্যটন সম্ভাবনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।