আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হলে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচন করার বিষয়ে তার আগ্রহ আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবো, তা এখনও ঠিক করিনি।”
এনসিপি’র প্রার্থী হবেন নাকি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন— সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।
রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা থাকলে নির্বাচনকালীন সময়ে সরকারের উপদেষ্টা পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভাষায়, “যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা শুধু আমি বা মাহফুজ আলম নয়, আরও অনেকে আছেন যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল।”