ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে হার্ট অ্যাটাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতিহাসে এ প্রথমবার কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার ও জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠে আসছে।

জনপ্রিয় সংবাদ

লিভার ও ক্যানসার আক্রান্ত তৌহিদ আফ্রিদি, জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে

কারাগারে হার্ট অ্যাটাক: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৮:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতিহাসে এ প্রথমবার কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার ও জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠে আসছে।