প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি প্রতিহত করার মতো কোনো শক্তি নেই।
শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন আয়োজনের মতো পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন; পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে।”
এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নুরুল হক নুরের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলে হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা জানিয়েছেন।
























