ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন: তামিম বনাম বুলবুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আগামী নির্বাচনে পদ তিনটি—কাউন্সিলর, পরিচালক ও সভাপতি। তবে তামিম ইকবালের ঘোষণার অর্থ স্পষ্ট—তিনি সরাসরি সভাপতি পদে লড়াই করতে চান।

তামিমকে সভাপতি হওয়ার জন্য প্রথমে কাউন্সিলর হতে হবে, এরপর পরিচালক পদে আসতে হবে এবং সর্বশেষ পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে। কাউন্সিলর হওয়ার শর্তের মধ্যে একটি হলো ক্লাব পরিচালনার সঙ্গে যুক্ত থাকা; তামিম ইতিমধ্যেই দুটি ক্লাবের সঙ্গে সংযুক্ত।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে বুলবুল সরাসরি সভাপতি পদে দাঁড়াতে পারবেন না; তার আগে পরিচালক পদে নির্বাচিত হতে হবে। ক্লাব ক্রিকেটে সরাসরি যুক্ত না থাকার কারণে তামিমের মতো তিনি কাউন্সিলর পদে যেতে পারবেন না, তবে বিভাগীয় ক্রীড়া সংস্থা বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক পদে আসার সুযোগ আছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৩ জন পরিচালক ক্লাব ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হন, আর ২ জন মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হন সভাপতি। এবারে লড়াই শেষ পর্যন্ত বুলবুল বনাম তামিমের মধ্যে সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ১৯ সেনা নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরিফ

বিসিবি নির্বাচন: তামিম বনাম বুলবুল

আপডেট সময় ১২:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আগামী নির্বাচনে পদ তিনটি—কাউন্সিলর, পরিচালক ও সভাপতি। তবে তামিম ইকবালের ঘোষণার অর্থ স্পষ্ট—তিনি সরাসরি সভাপতি পদে লড়াই করতে চান।

তামিমকে সভাপতি হওয়ার জন্য প্রথমে কাউন্সিলর হতে হবে, এরপর পরিচালক পদে আসতে হবে এবং সর্বশেষ পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে। কাউন্সিলর হওয়ার শর্তের মধ্যে একটি হলো ক্লাব পরিচালনার সঙ্গে যুক্ত থাকা; তামিম ইতিমধ্যেই দুটি ক্লাবের সঙ্গে সংযুক্ত।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে বুলবুল সরাসরি সভাপতি পদে দাঁড়াতে পারবেন না; তার আগে পরিচালক পদে নির্বাচিত হতে হবে। ক্লাব ক্রিকেটে সরাসরি যুক্ত না থাকার কারণে তামিমের মতো তিনি কাউন্সিলর পদে যেতে পারবেন না, তবে বিভাগীয় ক্রীড়া সংস্থা বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক পদে আসার সুযোগ আছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৩ জন পরিচালক ক্লাব ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হন, আর ২ জন মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হন সভাপতি। এবারে লড়াই শেষ পর্যন্ত বুলবুল বনাম তামিমের মধ্যে সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।