আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি আসনে কোনো প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।
ইসি জানিয়েছে, বিলবোর্ড তৈরিতে ব্যয় অনেক বেশি। তাই ইচ্ছেমতো ব্যবহার করলে প্রার্থীর ব্যয়সীমা অতিক্রম হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি ও পরিবেশের ক্ষতির কারণেও সীমাবদ্ধতা আনা হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধিতে বিলবোর্ড সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, শুধু ডিজিটাল বিলবোর্ডে বিদ্যুৎ ও আলোর ব্যবহার করা যাবে, তবে অন্য ক্ষেত্রে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, অতীতে প্রার্থীর প্রচারে বিলবোর্ড ব্যবহারের নিয়ম ছিল না। এবার তা যুক্ত করা হয়েছে। পোস্টার বন্ধে সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, ইসিও তাতে একমত হয়েছে। একই সঙ্গে ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
এ ছাড়া সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদেরও যুক্ত করা হয়েছে। ফলে তারা কোনো প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিতে পারবেন না। সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারের ক্ষেত্রেও তাদের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।