ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জনগণের সহায়তায় বাংলাদেশ জরুরি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছাবে এ ত্রাণবাহী বিশেষ ফ্লাইট।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। ফলে খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এ মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব ত্রাণ আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে।

ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা প্রেরণ করেছিল।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দুপুরে ব্রিফ করবেন ডা. জাহিদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে

আপডেট সময় ১০:১৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জনগণের সহায়তায় বাংলাদেশ জরুরি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছাবে এ ত্রাণবাহী বিশেষ ফ্লাইট।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। ফলে খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এ মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব ত্রাণ আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে।

ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা প্রেরণ করেছিল।