বগুড়ার শেরপুর থানা থেকে পালিয়ে যাওয়া রাব্বি মিয়া (২৭) নামের এক আসামিকে ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার করেছেন পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার একটি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আবার তাঁকে শেরপুর থানার হেফাজতে আনা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের বাসিন্দা। জানা গেছে, রাব্বি মিয়াকে শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করে সকাল সাড়ে ছয়টার দিকে শেরপুর থানায় আনা হয়। তাঁকে রাখা হয় থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে। সকাল সাতটার দিকে বাথরুমে যাওয়ার কথা বললে কনস্টেবল রাশেদুল ইসলাম তাঁকে বাইরে নিয়ে যান। এ সময় রাব্বি কনস্টেবলকে আচমকা ধাক্কা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আসামিকে ধরতে শেরপুর, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় পুলিশের একাধিক দল কাজ করেছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার সকালে তাঁকে সলঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



















