তরুণদের আন্দোলনকে ঘিরে নেপালে সহিংসতার ঘটনা বেড়েই চলছে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ এবং দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব বিক্ষোভকারীদের প্রতি সংযম ও শান্তির আহবান জানানোর পরও দেশটি এখনও অশান্ত। বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় নেপালের মাহোত্তরীর জলেশ্বর কারাগার থেকে মোট ৫৭২ জন বন্দী পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, বাইরের বিক্ষোভকারীরা এবং ভেতরে থাকা বন্দীরা যৌথভাবে কারাগারের দেয়াল ভেঙে ফেলার পর কয়েদিরা পালিয়ে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টকে মাহোত্তরী জেলা পুলিশ অফিসের সুপার হেরম্ব শর্মা বলেছেন, সন্ধ্যা সাতটার দিকে লাঠি হাতে সজ্জিত ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারী কারাগার থেকে কাঠের কাঠ ব্যবহার করে দেয়াল ভাঙতে আসা বন্দীদের সাথে হাত হাত মিলিয়ে ঘটনাটি ঘটে। ১৭ বছরে ১৩ সরকার, নেপালে অস্থিরতার দীর্ঘ ইতিহাস কাতারে হামলা চালিয়েছে ইসরাইল শর্মা বলেন, পরিস্থিতির কারণে পুলিশ হস্তক্ষেপ করতে পারছে না। জেলা প্রশাসন স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটা থেকে জলেশ্বরে কারফিউ জারি করেছে। শহরটি উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করছে নিরাপত্তা সংস্থাগুলো।
নেপালে কারাগারের দেয়াল ভেঙ্গে পালালো ৫৭২ বন্দি
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ০৯:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫২০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ