ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে বামপন্থি দলগুলোর নেতৃত্বে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। এপি জানিয়েছে, ম্যাক্রোঁ ঘনিষ্ঠ রাজনীতিক সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরই এ আন্দোলন তীব্র আকার ধারণ করে।

সোশ্যাল মিডিয়ায় ঘোষিত ‘ব্লক এভরিথিং’ কর্মসূচির আওতায় ফরাসিরা মহাসড়ক অবরোধ, টায়ার ও আবর্জনায় আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। দেশজুড়ে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিক ধর্মঘট ও সর্বাত্মক অবরোধের ডাক দিয়ে বিক্ষোভকারীরা কার্যক্রম বন্ধের চেষ্টা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন করেছে। তবে নিরাপত্তা বাহিনীর বাধা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে বহু এলাকায় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

ফ্রান্সে সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে বামপন্থি দলগুলোর নেতৃত্বে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। এপি জানিয়েছে, ম্যাক্রোঁ ঘনিষ্ঠ রাজনীতিক সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরই এ আন্দোলন তীব্র আকার ধারণ করে।

সোশ্যাল মিডিয়ায় ঘোষিত ‘ব্লক এভরিথিং’ কর্মসূচির আওতায় ফরাসিরা মহাসড়ক অবরোধ, টায়ার ও আবর্জনায় আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। দেশজুড়ে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিক ধর্মঘট ও সর্বাত্মক অবরোধের ডাক দিয়ে বিক্ষোভকারীরা কার্যক্রম বন্ধের চেষ্টা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন করেছে। তবে নিরাপত্তা বাহিনীর বাধা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে বহু এলাকায় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।