ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন আইন উপদেষ্টা ও শিক্ষক আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন, স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন, এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীদের অভিনন্দন। তার মতে, এই নির্বাচনের মাধ্যমে “ট্যাগ দেওয়ার রাজনীতি”র ভূমিধ্বস পরাজয় ঘটেছে।

তিনি উল্লেখ করেন, গত এক দশকে শিবির ট্যাগের কারণে অসংখ্য কর্মী ও সাধারণ শিক্ষার্থী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। শিবির সন্দেহে ছাত্রদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা নিত্যনৈমিত্তিক ছিল। সেই সময় তিনি প্রতিবাদ জানালেও নানা হুমকি ও আক্রমণের মুখে পড়তে হয়েছে।

আসিফ নজরুল জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রেক্ষাপটে তিনি ‘আমি আবুবকর’ শিরোনামে একটি উপন্যাস লেখেন, যা প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলে এবং এক মেলায় ১১ বার মুদ্রণ করতে হয়েছিল।

তিনি নতুন নির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ঢাবির আবাসিক হলগুলোর করুণ অবস্থা তুলে ধরে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য আহ্বান জানান।

পোস্টের শেষে আসিফ নজরুল আশা প্রকাশ করেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের গুরুতর সমস্যাগুলো সমাধান হবে।”

জনপ্রিয় সংবাদ

সানায় ইসরায়েলি বিমান হামলায় ৯ নিহত, আহত অন্তত ১১৮

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন আইন উপদেষ্টা ও শিক্ষক আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন, স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন, এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীদের অভিনন্দন। তার মতে, এই নির্বাচনের মাধ্যমে “ট্যাগ দেওয়ার রাজনীতি”র ভূমিধ্বস পরাজয় ঘটেছে।

তিনি উল্লেখ করেন, গত এক দশকে শিবির ট্যাগের কারণে অসংখ্য কর্মী ও সাধারণ শিক্ষার্থী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। শিবির সন্দেহে ছাত্রদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা নিত্যনৈমিত্তিক ছিল। সেই সময় তিনি প্রতিবাদ জানালেও নানা হুমকি ও আক্রমণের মুখে পড়তে হয়েছে।

আসিফ নজরুল জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রেক্ষাপটে তিনি ‘আমি আবুবকর’ শিরোনামে একটি উপন্যাস লেখেন, যা প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলে এবং এক মেলায় ১১ বার মুদ্রণ করতে হয়েছিল।

তিনি নতুন নির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ঢাবির আবাসিক হলগুলোর করুণ অবস্থা তুলে ধরে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য আহ্বান জানান।

পোস্টের শেষে আসিফ নজরুল আশা প্রকাশ করেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের গুরুতর সমস্যাগুলো সমাধান হবে।”