ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে শিবিরকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পোস্ট সরিয়ে নেয় তারা।
শুভেচ্ছা বার্তায় পাকিস্তান জামায়াতে ইসলামী দাবি করে, দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে শিবির। তারা লেখে, প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত জয় হয়েছে শিবিরের।
পোস্টে আরও বলা হয়, এ বিজয় তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেবে এবং বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দেয় পাকিস্তান জামায়াতে ইসলামী।