জেন-জি আন্দোলনের চাপে পদত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যাওয়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে।
নিজ দলের মহাসচিবকে পাঠানো একটি চিঠিতে ওলি উল্লেখ করেন, লিপু লেখের দীর্ঘদিনের বিরোধ এবং অযোধ্যা রামের জন্মস্থান নিয়ে বিতর্কে ভারতের অসন্তোষ তার পদত্যাগের মূল কারণ। তিনি জানান, লিপু লেখ এলাকায় নেপালের দাবি থাকা সত্ত্বেও ভারত তা নিজেদের বলে দাবি করে আসছে। এছাড়া ২০২০ সালের জুলাইয়ে ভগবান রামকে নেপালি বলে দাবির বিষয়েও ভারত উত্তেজিত হয়েছে।
ওলি’র পদত্যাগের পটভূমিতে সোমবার কাঠমান্ডুতে শুরু হওয়া স্বল্পস্থায়ী নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সহিংসতায় কমপক্ষে ১৯ জন নিহত হন। সরকারি অফিস, হোটেল এবং অন্যান্য ভবনে আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে সেনাবাহিনী।
এ ঘটনায় তিন কোটি মানুষের দেশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনা মোতায়েন করা হয়, এবং ওলি বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন।