ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে শুক্রবার বিকেলে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সারারাতই ভোট গণনা চলছে। গণনা দ্রুত সম্পন্ন করতে সকালে আরও অভিজ্ঞ জনবল আনার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ৪টার মধ্যে কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আ ফ ম কামালউদ্দিন এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা শেষ হয়। ধীরে ধীরে অন্যান্য হলের গণনা এগোচ্ছে। এ পর্যন্ত ১১টি হলের ফল প্রস্তুত হলেও আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, সব হলের গণনা শেষে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। পুরো প্রক্রিয়া হচ্ছে হাতে গোনা (ম্যানুয়াল) পদ্ধতিতে, যা এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। গণনা কক্ষে প্রতিটি হলের পোলিং এজেন্টরা উপস্থিত থাকলেও ফলাফল সম্পর্কে প্রার্থী ও গণমাধ্যমকে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী।

জনপ্রিয় সংবাদ

জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে শুক্রবার বিকেলে

আপডেট সময় ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার বিকেল ৪টার মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সারারাতই ভোট গণনা চলছে। গণনা দ্রুত সম্পন্ন করতে সকালে আরও অভিজ্ঞ জনবল আনার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে ২১টি হল সংসদের ভোট গণনা শুরু হয়। রাত সাড়ে ৪টার মধ্যে কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আ ফ ম কামালউদ্দিন এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা শেষ হয়। ধীরে ধীরে অন্যান্য হলের গণনা এগোচ্ছে। এ পর্যন্ত ১১টি হলের ফল প্রস্তুত হলেও আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, সব হলের গণনা শেষে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। পুরো প্রক্রিয়া হচ্ছে হাতে গোনা (ম্যানুয়াল) পদ্ধতিতে, যা এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। গণনা কক্ষে প্রতিটি হলের পোলিং এজেন্টরা উপস্থিত থাকলেও ফলাফল সম্পর্কে প্রার্থী ও গণমাধ্যমকে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী।