ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়পুরহাট-২০ বিজিবির সেরা অর্জন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

মো আকতার হোসেন বকুল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১২ সেপ্টেম্বর ২০২৫
সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করতে বিজিবি সদস্যদের নিয়ে আয়োজিত আন্তঃব্যাটালিয়ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট-২০ বিজিবি। দিনাজপুর সেক্টর কমান্ডারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত, জারি ও লালন সংগীত পরিবেশন করেন বিজিবি সদস্যরা। গান পরিবেশনের পাশাপাশি তারা দলগত পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অংশগ্রহণ করেন জয়পুরহাট-২০, ফুলবাড়ী-২৯ এবং দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের শিল্পী সদস্যরা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের শিল্পী দলকে নেতৃত্ব দেন সুবেদার অসীম কুমার মারাক। তার নেতৃত্বেই পুরো দল সুষ্ঠু ও সুন্দরভাবে উপস্থাপনা করে শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়। সৃজনশীলতা, কণ্ঠ ও পরিবেশনার মানদণ্ডে তারা অন্য ব্যাটালিয়নের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি ও গোল্ড মেডেল গ্রহণ করেন সুবেদার অসীম কুমার মারাক, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে।

এসময় সেক্টর কমান্ডার বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সংস্কৃতি ও সাহিত্য চর্চার মাধ্যমেও সমাজে অবদান রেখে চলেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মধ্যে প্রতিভার বিকাশ ঘটছে এবং তারা দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবি সদস্য ও অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশনা, উৎসাহ ও আনন্দ। বিজয় অর্জনের পর জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়পুরহাট-২০ বিজিবির সেরা অর্জন

আপডেট সময় ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মো আকতার হোসেন বকুল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১২ সেপ্টেম্বর ২০২৫
সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করতে বিজিবি সদস্যদের নিয়ে আয়োজিত আন্তঃব্যাটালিয়ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট-২০ বিজিবি। দিনাজপুর সেক্টর কমান্ডারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত, জারি ও লালন সংগীত পরিবেশন করেন বিজিবি সদস্যরা। গান পরিবেশনের পাশাপাশি তারা দলগত পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অংশগ্রহণ করেন জয়পুরহাট-২০, ফুলবাড়ী-২৯ এবং দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের শিল্পী সদস্যরা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের শিল্পী দলকে নেতৃত্ব দেন সুবেদার অসীম কুমার মারাক। তার নেতৃত্বেই পুরো দল সুষ্ঠু ও সুন্দরভাবে উপস্থাপনা করে শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়। সৃজনশীলতা, কণ্ঠ ও পরিবেশনার মানদণ্ডে তারা অন্য ব্যাটালিয়নের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি ও গোল্ড মেডেল গ্রহণ করেন সুবেদার অসীম কুমার মারাক, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে।

এসময় সেক্টর কমান্ডার বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সংস্কৃতি ও সাহিত্য চর্চার মাধ্যমেও সমাজে অবদান রেখে চলেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মধ্যে প্রতিভার বিকাশ ঘটছে এবং তারা দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবি সদস্য ও অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশনা, উৎসাহ ও আনন্দ। বিজয় অর্জনের পর জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।