সোশ্যাল মিডিয়ায় লাইক ও ফলোয়ার বাড়াতে যেখানে মানুষ নানা ফিল্টার, অ্যাঙ্গেল ও ক্যাপশনে ভরসা করে, সেখানে কিছু পোষা প্রাণী মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠছে। এর মধ্যে অন্যতম হলো ট্যাবি প্রজাতির এক বিশেষ বিড়াল—রেক্সি।
১০ বছর বয়সী এই তারকা বিড়ালটিকে বলা হয় ‘বিশ্বের সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ বিড়াল’। কারণ, তার মুখের ভঙ্গিমায় প্রকাশ পায় নানা ধরনের আবেগ—খুশি, দুঃখ, রাগ কিংবা অবাক হওয়ার ভাব। এ বৈশিষ্ট্যের কারণেই অন্যসব বিড়ালের থেকে আলাদা হয়ে উঠেছে রেক্সি।
বর্তমানে ইনস্টাগ্রামে রেক্সির ফলোয়ার সংখ্যা ৭ লাখের বেশি। তার প্রতিটি ছবি ও ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়, আর ভক্তরা মন্তব্যে জানায় নিজেদের মুগ্ধতার কথা।