ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলমান আন্দোলনের কারণে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রোববার বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কারাবন্দীদের সাজা কমানোর বিষয়ে তিনি জানান, সরকার দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বয়স্ক বন্দিদের অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের ক্ষেত্রে যারা ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরুষদের জন্য কোন মেয়াদ শেষে এই সুযোগ দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় পূজা উদযাপন কমিটির মধ্যে অভ্যন্তরীণ সমস্যা থাকলেও এবারের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া তিনি ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। তার ভাষায়, এসব নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। জাতীয় নির্বাচনের এখনও যথেষ্ট সময় আছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
























