ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেটেল পার্লামেন্টারি কমিশনকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেটেল জানিয়েছেন, তিনি পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করবেন, যাতে প্রয়োজনে দেশটি অতিরিক্ত পদক্ষেপ—যেমন নিষেধাজ্ঞা আরোপ—করতে পারে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে একটি বৈঠকের আয়োজন করবে।
অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে, যদিও তারা কিছু শর্ত আরোপ করেছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত, জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্র, মোট ১৪৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম উচ্চ মাথাপিছু জিডিপি সম্পন্ন দেশ। মাত্র ৬ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা থাকা সত্ত্বেও দেশটির শক্তিশালী অর্থনীতি, ইউরোপের একটি বড় ব্যাংকিং ও আর্থিক কেন্দ্র হওয়া এবং কর-বান্ধব নীতি বিদেশি পুঁজি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।