ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির হুঁশিয়ারি: “দেশ ছেড়ে পালাব না”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না যেতেই প্রকাশ্যে এসেছেন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবেন না।

অলি বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।” তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী নির্দেশনা দিয়েছেন তার রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

জেন-জিদের আন্দোলনের মুখে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান অলি। এরপর আড়ালে থাকলেও শনিবার তিনি প্রকাশ্যে আসেন।

অলি আরও অভিযোগ করেন, সরকার তার এবং সাবেক মন্ত্রীদের পাসপোর্ট জব্দের উদ্যোগ নিয়ে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

 

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির হুঁশিয়ারি: “দেশ ছেড়ে পালাব না”

আপডেট সময় ১০:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না যেতেই প্রকাশ্যে এসেছেন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবেন না।

অলি বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।” তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী নির্দেশনা দিয়েছেন তার রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

জেন-জিদের আন্দোলনের মুখে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান অলি। এরপর আড়ালে থাকলেও শনিবার তিনি প্রকাশ্যে আসেন।

অলি আরও অভিযোগ করেন, সরকার তার এবং সাবেক মন্ত্রীদের পাসপোর্ট জব্দের উদ্যোগ নিয়ে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট