পেরুতে আবারও সরকারবিরোধী বিক্ষোভে রাজপথে নেমেছে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি। স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পতনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আন্দোলনের সূত্রপাত হয় পেনশন ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে। নতুন আইন অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে কোনো না কোনো পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
গত সপ্তাহে রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আন্দোলনকারী আহত হন। তবে শুধু পেনশন সংস্কার নয়, দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতাসহ নানা অভিযোগে প্রেসিডেন্ট ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সমালোচক ও বিশ্লেষকদের মতে, জনগণের উদ্বেগ আমলে না নিলে এ আন্দোলন ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।
সূত্র: রয়টার্স